Google Admob এর সাহায্যে মোবাইল অ্যাপ দিয়ে প্রচুর টাকা ইনকাম করুন
মোবাইল অ্যাপ আর সঙ্গে গুগল এডমোব ব্যবহার করে দারুন টাকা ইনকাম। আমাদের আজকের আয়োজনে গুগল এডমোব সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। এবং কিভাবে গুগল এডমোব ব্যবহার করে আয় করতে হয় সে বিষয়ে আলোকপাত করব।

মোবাইল এপ্লিকেশন তৈরী করে আয় করছেন কোটি কোটি টাকা, এমন ব্যক্তির সংখ্যা অনেক। বর্তমান সময়ে অনলাইন থেকে আয় এর অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো। আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে কিভাবে আয় করা যায়।
পেইড এপস এবং ইন অ্যাপস পার্চেজের ক্ষেত্রে এই অর্থ আসে ব্যক্তির অ্যাপটি ব্যবহার করার সময় প্রদত্ত অর্থ দ্বারা। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে তাহলে ফ্রি অ্যাপস গুলো থেকে কিভাবে ইনকাম করা যায়। মূলত এখানে ইনকাম হয় বিজ্ঞাপন দ্বারা। আর যে প্রতিষ্ঠানের মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো বিজ্ঞাপন দিয়ে থাকে তা হচ্ছে গুগল এডমোব।
Google admob কি?
গুগল এডমোব হচ্ছে গুগলের একটি প্রতিষ্ঠান। এটি মূলত এন্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনের এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন দিয়ে থাকে। মোবাইল অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ক্ষেত্রে গুগল এডমোব অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। সারা বিশ্বব্যাপী বড় বড় মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানিগুলো তাদের অ্যাপ্লিকেশনে গুগল এডমোব ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে থাকেন।
মোবাইল অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এটি সর্ববৃহৎ এড নেটওয়ার্ক। ২০০৬ সাদী গুগল এডমোব প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ২০০৯ সালে গুগোল দ্বারা অ্যাড মব কিনে নেওয়া হয়। তখন থেকে গুগল এডমোব গুগলের একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হচ্ছে। গুগল এডসেন্স এর মত গুগল এডমোব একটি বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান। তবে উভয়ের মধ্যে লক্ষণীয় পার্থক্য রয়েছে। উভয়ই গুগলের দুটি পৃথক এবং ভিন্ন সত্ত্বা।
গুগল এডমোব এর সাথে গুগল এডসেন্স এর পার্থক্য
গুগল এডসেন্স এর সাথে অনেকেই গুগল এডমোব কি গুলিয়ে ফেলেন। বস্তুত উভয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান। তবে এই জুটির ক্ষেত্রে ভিন্ন। গুগল এডসেন্স ব্যবহার করে ব্লগিং সাইট অথবা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া যায়। অপরদিকে মোবাইল অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন দেওয়ার জন্য গুগল এডমোব ব্যবহার করা হয়।
আপনি যদি কোন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে সেখান থেকে আয় করতে চাচ্ছেন তবে সেখান থেকে আয় করার জন্য আপনি গুগল এডসেন্স ব্যবহার করতে পারবেন না। এজন্য আপনাকে গুগল এডমোব ব্যবহার করে বিজ্ঞাপন দিতে হবে। গুগল এডমোব ব্যবহার করে কিভাবে আয় করা যায় এখানে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব।
গুগল এডমোব ব্যবহার করে আয়
এতক্ষণে নিশ্চয়ই একটি জিনিস বুঝতে পেরেছেন যে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো নানান ধরনের বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে আয় করে থাকে। আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করবেন তখন সেখানে অবশ্যই কিছু বিজ্ঞাপন দেখে থাকবেন। তখন হয়তো আপনার মনে প্রশ্ন এসেছে যে এই বিজ্ঞাপনগুলো কেন দেওয়া হয় এবং কিভাবেই বা দেওয়া হয়। আসলে এই প্রশ্নের উত্তরটা খুব সহজ।
বিজ্ঞাপন দেওয়া হয় অর্থ আয় করার জন্য। অর্থাৎ আপনি যখন কোন অ্যাপ্লিকেশনে কোনো বিজ্ঞাপন দেখেন তখন ওই অ্যাপ্লিকেশনের ওনার তার জন্য অর্থ পেয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে দেওয়া হয় এই বিজ্ঞাপনগুলো। বস্তুত বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞাপনগুলো দেওয়া হয় গুগল এডমোব ব্যবহার করে। আপনার যদি কোন এপ্লিকেশন থেকে থাকে তবে আপনিও গুগল এডমোব ব্যবহার করে আয় করতে পারবেন। এখানে আমি গুগল এডমোব ব্যবহার করে আয় করার পদ্ধতি গুলো নিয়ে আলোচনা করব।
কিভাবে আয় করবেন গুগল এডমোব থেকে
প্রথমেই গুগল এডমোবের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করবেন। এরপর গুগল এডমোব এর ড্যাশবোর্ডের বাম পাশে অ্যাপস নামক একটি অপশন থাকবে। সেখানে গিয়ে আপনার অ্যাপসটি জমা দিবেন। এরপর create ad unit. এই অপশনটিতে ক্লিক করবেন। এভাবে খুব সহজেই আপনি গুগল এড মোবে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন।
অতঃপর গুগল এডমোব আপনাকে কিছু বিজ্ঞাপন কোড দিবে। যেগুলো আপনি আপনার অ্যাপসে সেট করে নিবেন। এরপর আপনার কোনো কাজ থাকবে না। গুগল এডমোব নিজ উদ্যোগে আপনার অ্যাপ্লিকেশন এ কিছু এড দিয়ে দিবে। এই বিজ্ঞাপনগুলো মোবাইল স্ক্রিন অনুসারে সেট হয়ে যাবে। এরপর যখনই কোন ব্যক্তি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে এবং ওপেন করবে তখন তারা এই সব বিজ্ঞাপন গুলো দেখতে পাবে।
আপনি যখন এসব বিজ্ঞাপন থেকে ১০০ ডলারের মত ইনকাম করে ফেলবেন তখন গুগল এডমোব সেই টাকা আপনার একাউন্টে পাঠিয়ে দিবে। তবে গুগল এডমোব এ আবেদন করার জন্য একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি ১০০০ ব্যক্তি কর্তৃক ডাউনলোড করতে হবে। যদি আপনার অ্যাপ্লিকেশনটি নির্দিষ্ট পরিমান গ্রাহক ডাউনলোড করে থাকে তবে গুগল এডমোব সহজেই আপনার আবেদনটি গ্রহণ করবে। এর থেকে প্রায় আপনি প্রতিদিন আয় করতে পারবেন অনেক অনেক টাকা।
গুগল এডমোব থেকে আয় করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে হবে। কারণ এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি যত বেশি ব্যবহার করা হবে ততো বেশি আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে জমা করে দিতে পারেন।
এতে করে অধিক মানুষের কাছে আপনার অ্যাপ্লিকেশনটি পৌঁছে যাবে। এবং অধিক সংখ্যক মানুষ আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবে। গুগল প্লে স্টোরে আপনার এপ্লিকেশন টি জমা করার জন্য ২৫ ডলার খরচ হবে। এতে করে আপনার অ্যাপ্লিকেশনটি অধিক গ্রাহকের কাছে পৌঁছে যাব।
গুগল এডমোব ব্যবহার করে কিভাবে আয় করা যায় এখানে আমরা সেই বিষয়টি শিখলাম। আপনার যদি কোন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে থাকে তবে আপনি গুগল এডমোব দিয়ে সেখান থেকে আয় করতে পারবেন। আসলে এ বিষয়টি অত্যন্ত সহজ। এবং গুগল এডমোব ব্যবহার করে আপনি নিশ্চিতভাবে আয় করতে পারবেন প্রতিদিন হাজার হাজার ডলার।