Google Adsense দিয়ে কিভাবে টাকা কামানো যায়? কিভাবে করতে হবে আবেদন?

ঘরে বসে ব্লগিং করে বা ইউটিউব চ্যানেল তৈরি করে অর্থ আয় করার জন্য গুগল এডসেন্স বর্তমানে সবথেকে সেরা। অনেকেই হয়তো গুগল এডসেন্স ব্যবহার করে আয় করার কথা ভাবছেন। তাই আমাদের আজকের আয়োজন সাজিয়েছি গুগল এডসেন্স নিয়ে যেখানে আমরা আলোচনা করব গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করা যায় এবং কিভাবে গুগল এডসেন্স এর আবেদন করতে হয়। 

Google Adsense দিয়ে কিভাবে টাকা কামানো যায়? কিভাবে করতে হবে আবেদন?
How to make money with Google Adsense? How to apply for Google Adsense?

অনেকেই ব্লগিং করে অথবা ইউটিউব চ্যানেল থেকে আয় করছে হাজার হাজার ডলার। কিন্তু অনেকেই হয়তো জানিনা যে কিভাবে আয় করছে তারা এর অর্থ। আসলেই ইউটিউব চ্যানেল বলি বা ব্লগিং সাইট বর্তমান সময়ে এর থেকে আয়ের সিংহভাগই আসে গুগল এডসেন্স থেকে।

গুগল এডসেন্স কি?

কিভাবে রোজগার করবেন গুগল এডসেন্স ব্যবহার করে তা জানার পূর্বে আমাদের জানা থাকা প্রয়োজন যে গুগল এডসেন্স মূলত কি। গুগল এডসেন্স হচ্ছে সর্ববৃহৎ এড নেটওয়ার্ক। এটি গুগলের একটি প্রতিষ্ঠান। গুগলের একটি প্রতিষ্ঠান হওয়ায় এটি অত্যন্ত নির্ভরযোগ্য ব্যবস্থা। যদিও সারা বিশ্বব্যাপী বিভিন্ন এড নেটওয়ার্ক রয়েছে তথাপি গুগল এডসেন্স তার মধ্যে সর্ববৃহৎ। এর মূলে রয়েছ গুগল এডসেন্স যথাসময়ে অর্থ প্রদান করে থাকে।

এছাড়া বর্তমান সময়ে বাংলা সাপোর্ট করাই বাংলা ভাষাভাষী লোকেদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কাজেই আপনার যদি একটি বাংলা ভাষায় ব্লগ থেকে থাকে আপনিও গুগল এডসেন্স ব্যবহার করে সহজেই সেখান থেকে আয় করতে পারবেন। 

কিভাবে আয় করবেন গুগল এডসেন্স থেকে?

অনেকের মনেই প্রশ্ন থাকে যে গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করা যায়। মূলত এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আপনার ইউটিউব চ্যানেল অথবা ব্লগিং সাইট এ আপনি গুগল এডসেন্স ব্যবহার করতে পারবেন। তবে আজকের আলোচনায় আমরা একটি ব্লগে কিভাবে গুগল এডসেন্স ব্যবহার করে আয় করা যায় তা নিয়ে আলোচনা করব। মূলত আপনার যদি কোন ব্লগিং সাইট থাকে তবে আপনার ব্লগে গুগল এডসেন্স বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে।



এরপর যদি কোন পাঠক সেই বিজ্ঞাপনে ক্লিক করে তবে তার কমিশন হিসেবে আপনি অর্থ পাবেন। বিভিন্ন জনপ্রিয় সাইট গুলো থেকে বছরে কোটি কোটি টাকা আয় করছে। মনে করুন আপনার একটি ব্লগিং সাইট রয়েছে। আপনি প্রতিদিন সেখানে নতুন নতুন কনটেন্ট আপডেট করেন। এখন আপনি যদি গুগল অ্যাডসেন্সে আবেদন করে থাকেন এবং গুগল এডসেন্স যদি আপনার সেই আবেদন গ্রহণ করে থাকে তবে তারা আপনাকে কিছু কোড প্রদান করবে। ওই সকল কোড আপনি আপনার কনটেন্ট এর মাঝে দিবেন।



পরবর্তীতে এডসেন্স আপনার কনটেন্টের অনুযায়ী বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকবে সেখানে। যখন কোন পাঠক আপনার লেখাটি পড়বে তখন সে ওই বিজ্ঞাপনে ক্লিক করবে। এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন অনেক অনেক টাকা। এখন প্রশ্ন হচ্ছে আপনি কত টাকা আয় করতে পারবেন। গুগল এডসেন্স আপনাকে বিজ্ঞাপন প্রতি ৬৮ শতাংশ পর্যন্ত কমিশন দিতে পারে। কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু হ্যাঁ বিষয়টি একদম সত্যি। গুগল এডসেন্স আপনাকে সর্বোচ্চ অর্থ দিয়ে থাকবে। এবং এর জন্য গুগল এডসেন্স আজ পর্যন্ত সেরা একটি এড নেটওয়ার্ক। 



গুগল এডসেন্স থেকে আয় করার জন্য কি কি প্রয়োজন?

গুগল এডসেন্স থেকে আয় করার জন্য তেমন কিছু প্রয়োজন নেই। আপনার যদি একটি ব্লগিং সাইট থাকে এবং একটি ইমেইল থাকে তবেই আপনি গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার ব্লগিং সাইটের কনটেন্ট গুলো হতে হবে আকর্ষণীয়। এছাড়া আপনার লেখাগুলো কে হতে হবে তথ্য বহুল যাতে পাঠকের আপনার লেখা পড়ে আনন্দ পান। কারণ আপনি গুগল এডসেন্স ব্যবহার করুন বা অন্য কোন এড নেটওয়ার্ক আপনার আয় তখনই হবে যখন সেখানে অনেক বেশি ট্রাফিক থাকবে। 



এডসেন্স একাউন্টের জন্য কিভাবে আবেদন করবেন?

এখন চলুন জেনে নেওয়া যাক গুগোল অ্যাডসেন্সে কিভাবে আবেদন করবেন। প্রথমেই বলেছি গুগল এডসেন্স থেকে আয় করার জন্য বা আবেদন করার জন্য আপনার অবশ্যই একটি ব্লগিং সাইট এবং ইমেইল এড্রেস থাকতে হবে। আপনার যদি এই দুটি জিনিস থেকে থাকে তাহলে চলুন এখনই আবেদন করে ফেলি গুগোল অ্যাডসেন্সে।



ধাপ-১

প্রথমেই আপনাকে গুগল এডসেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি আপনার ব্যক্তিগত ই-মেইল এড্রেস অথবা আপনার ব্লগিং সাইট এর ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন। 



ধাপ-২

এখন আপনার সামনে একট সাইন আপ পেইজ আসবে। এখানে কিছু প্রয়োজনীয় ইনফর্মেশন চাওয়া হবে। যেমন 
১. আপনার ওয়েবসাইটটি URL টি দিবে।

২. প্রথম অপশনটিতে ক্লিক করবেন। 

৩. আপনার দেশ সিলেক্ট করবেন। 

৪. Yes, I read and accept the agreement.এ ক্লিক করবেন। 

৫. CREATE অপশনে ক্লিক করবেন। 



ধাপ-৩

এখন কিছুটা সময় অপেক্ষা করুন। এরপর আপনার সামনে GET STARTED অপশনটি আসবে সেখানে ক্লিক করুন। 

 

ধাপ-৪

এই পর্যায়ে আপনার একাউন্ট এড্রেস ডিটেলস চাই। এর জন্য নিম্নে বর্ণিত দিক নির্দেশনা মেনে চলুন। 


১. Account Type ইন্ডিভিজুয়াল দিবেন 
২. Name and Address নিজের নাম এবং ঠিকানা দিন 
৩. আপনার দ্বিতীয় ঠিকানা দিন এবং অবশ্যই একটি ফোন নাম্বার দিবেন। 
৪. SUBMIT এ ক্লিক করুন। 



ধাপ-৫

এরপর আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে। ওই কোড দিয়ে একাউন্ট এক্টিভেট করুন। 



ধাপ-৬

এডসেন্স প্রদত্ত বিভিন্ন কোড গুলো আপনার সাইটের head ট্যাগের ব্যবহার করুন। 



ধাপ-৭

এখন আপনার সব কাজ শেষ। আপনার আবেদনটি গৃহীত হলে গুগল এডসেন্স এর তরফ থেকে আপনাকে একটি মেইল আসবে। আর যদি গৃহীত না হয় বা অন্য কোন কারণে কোনো সমস্যা তৈরি হয় তবে গুগোল তো আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। 



মূলত গুগল এডসেন্স ব্যবহার করে আয় করা অত্যন্ত সহজ একটি মাধ্যম। তাই সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মূলত এদিয়ে  আয় করা একদিকে যেমন নিশ্চিত অপরদিকে গুগোল অ্যাডসেন্সে আবেদন করা অত্যন্ত সহজ। কাজেই আপনার যদি কোন ব্লগিং সাইট থেকে থাকে আপনি আজি গুগল এডসেন্স ব্যবহার করে সেখান থেকে আয় করতে পারবেন হাজার হাজার ডলার।