Moz না SEMrush না Ahrefs এর মধ্যে সর্বোচ্চ SEO Tool কোনটি
আজকে কথা বলব এসইওর দুনিয়ায় বিখ্যাত তিনটি টুলস moz, semrush ও ahrefs নিয়ে। সেইসাথে জানবো এদের বিশেষ বৈশিষ্ট্য গুলো এবং কোনটি ব্যবহার করা আপনার জন্য লাভজনক।

আজকের আয়োজনে কথা বলবো এসইওর তিনটি শীর্ষস্থানীয় টুলস নিয়ে যাদের নাম Moz, semrush ও ahrefs। এই তিনটি টুলস নিয়ে কথা বলার কারণ আমরা প্রায় সময়ই এসইও করতে গিয়ে এই টুল গুলোর মধ্যে কোনটি ব্যবহার করা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে তা বুঝতে পারিনা। বস্তুত এই প্রত্যেকটি টুল তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ। তাই আজকের আলোচনায় আমি এই টুলস গুলোর কিছু অনন্য বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনি এগুলোর সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন এবং নিজের জন্য একটি উপযুক্ত টুলস বেছে নিতে পারেন।
একটি ওয়েবসাইটের জন্য এসইও কতটুকু গুরুত্বপূর্ণ তা একজন ওয়েবসাইট পরিচালনাকারী মাত্রই জানেন। এই এসইও করার মাধ্যমেই একটি ওয়েবসাইট জনপ্রিয়তা লাভ করে সেই সাথে এখান থেকে আয় হয় অর্থ। সাধারণভাবে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় এমন সব পদ্ধতি যার সাহায্যে একটি ওয়েবসাইট সার্চইঞ্জিনে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারে। সার্চ ইঞ্জিনের শীর্ষে আসার জন্য এবং ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধির জন্য অফ পেজ এসইও সাথে প্রয়োজন হয় অনপেজ এসইও। আর অন-পেজ এসইও এর জন্য প্রয়োজন পড়ে বিভিন্ন রকম এসইও টুলসের।
বর্তমানে প্রতিযোগিতার বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো রকমের টুলস কিন্তু এগুলোর মধ্যে উপরোক্ত তিনটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু যারা ওয়েবসাইট পরিচালনায় নতুন বা এসইওর ক্ষেত্রে নতুন তারা প্রায়ই এই তিনটি টুলস এর মধ্যে কোনটি ব্যবহার করতে হয় তা নিয়ে কনফিউজড হয়ে যান। তাই আমি আজকে এখানেই প্রত্যেকটি টুলসের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন জেনে আসি এই টুলস গুলো সম্পর্কে বিস্তারিতভাবে।
Semrush পর্যালোচনা
Semrush একটি জনপ্রিয় এসইও টুলস যার সাহায্যে আপনি কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন অনপেজ এসইও ক্ষেত্রে। এই টুলসটি তার অনন্য বৈশিষ্ট্যের জন্য সমগ্র এসইও এক্সপার্টদের কাছে বেশ জনপ্রিয়। এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটিকে আপনি ফ্রি ইউজ করতে পারবেন এবং এর ফ্রী ভার্সনগুলো প্রিমিয়ামের মতই ভালো।
তবে এই টুলসটির কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যেমন এটি আপনার পেজের একটি এডিটিং করার জন্য লিস্টিং করে থাকে। এছাড়া ব্যাকলিংক তৈরি করার জন্য উন্নত মানের পদ্ধতি অনুসরণ করে। এটির লিংক বিল্ডিং এর জন্য কাজ করে এছাড়া আপনাকে কিওয়ার্ড বিষয়ক পরামর্শ দেয় যা আপনার ব্লগ পোস্ট তৈরী করার জন্য বেশ কার্যকরী। এছাড়া এটি ট্রাফিককে আকর্ষণ করার জন্য বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে ব্যবহার করে। এছাড়া এই টুলসটি কিওয়ার্ড বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় সম্পর্কে আপনাকে অবগত করে এবং আপনার ওয়েবসাইটের জন্য উপযুক্ত ব্যাকলিংক আসতে পারে এমন ওয়েবসাইটগুলো সাজেস্ট করে।
semrush ব্যবহার করা অন্যান্য টুলস গুলো থেকে বেশ সহজ যা আপনার ওয়েবসাইটের এসইও ডোমেইন এর সাথে বিশ্লেষণ করা হয়ে থাকে। এছাড়া এটি আপনাকে প্রচুর তথ্য প্রদান করে। এছাড়া এটি আপনাকে পিপিসি ডাটা সরবরাহ করে। এছাড়া ইমেইল বা ফোনের মাধ্যমে আপনি সাপোর্ট পেতে পারেন। semrush আপনাকে 14 দিনের ফ্রী ট্রায়েলস সেবা দিয়ে থাকে যার মাধ্যমে আপনি নির্ণয় করতে পারেন যে এটি আপনার জন্য উপযুক্ত টুলস কিনা।
এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও এতে কিছু অসুবিধার সম্মুখীন হবেন আপনি। যেমন এখানে কিবোর্ড এর তালিকা পরিচালনায় কিছু সমস্যা তৈরি হয়। এছাড়া এই টুলসটি শুধুমাত্র গুগলের জন্য পরিচালিত হয়ে থাকে। এছাড়া এটি বেশ ব্যয়বহুল। তাছাড়া এটি দেখা যায় অন্যান্য টুলস থেকে তথ্য সরবরাহ করে থাকে। অনেক ব্যবহারকারীরাই বলেছেন যে এখান থেকে প্রাপ্ত তথ্য গুলো খুব একটা সঠিক হয় না।
Moz পর্যালোচনা
প্রশ্ন যখন এসইও টুলস নিয়ে তখন moz আরেকটি গুরুত্বপূর্ণ এসইও টুলস। যা 2004 সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে অনেক এসইও এক্সপার্ট রাই এটিকে তাদের শীর্ষস্থানীয় টুলস হিসেবে ব্যবহার করছেন।
moz ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের জন্যে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সেই সাথে এটি আপনার কিওয়ার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাকে প্রদান করে। একই সাথে এটিকে ওয়ার্ডের সার্চ ভলিউম দেখায় যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যথার্থ কিওয়ার্ড নির্বাচন করতে সক্ষম হন। এছাড়া এটি আপনার অন্যান্য কম্পিটিটরদের ওয়েবসাইটের কীওয়ার্ড সম্পর্কে আপনাকে অবগত করে। এবং একটি কিওয়ার্ড নিয়ে যে প্রতিযোগিতা হচ্ছে সে সম্পর্কে আপনাকে অবগত করে। একটি ভিন্ন ভিন্ন প্লাটফর্মে তথ্য বিশ্লেষণ করে।
তবে সেমরুষ এর মতই এতে কিছু disadvantage রয়েছে। বস্তুত অনেক ব্যবহারকারীরাই বলেছেন যে এর থেকে প্রাপ্ত তথ্য গুলো অনেক সময় সঠিক হয় না। তাই এটি ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।
Ahrefs পর্যালোচনা
এখন আমি কথা বলব ahrefs নিয়ে। যারা এসইও করেন বা এসইও সম্পর্কে পরিচিত তারা এই পেজটির নাম শুনেছেন। এটি বেশ জনপ্রিয় এবং সহজলভ্য একটি টুলস।
এই টুলসটি তে আপনি যে ধরনের সুযোগ-সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন সাইট এক্সপ্লোর। হ্যাঁ, এই টুলটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যেমন কিওয়ার্ড খুঁজে পাবেন তেমনি বিভিন্ন সাইট এক্সপ্লোর করার মাধ্যমে উপযুক্ত ওয়ার্ডগুলো নির্ণয় করতে পারবেন। এছাড়া এই এসইও টুলসটি আপনাকে কনটেন্ট এক্সপ্লোরের উ সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ একটি মাত্র টুল ব্যবহার করে আপনি একই সাথে সাইট কি-বোর্ড এবং কনটেন্ট এক্সপ্লোর করতে পারবেন।
এছাড়া ডেটটা অডিটিং এর ক্ষেত্রে একটি অনন্য। আপনি এর ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনার কাজ করে দিতে পারবেন।অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের জন্য ঠিক কোন কাজটি করতে চাচ্ছেন তা করতে করে নিতে পারবেন। এছাড়া এই টুলসটি আপনাকে কি জেনারেটিং এর সাহায্যে সাহায্য করে অন্যান্য প্রতিযোগীদের কীবোর্ড সম্পর্কে জানাতে। সেইসাথে কিবোর্ড এর সাইজ ভলিউম নিয়ে আলোচনা করে।
তবে এত সব কাজ করার জন্য আপনাকে কিছুটা অর্থ তো দিতেই হবে। এর ফ্রি ভার্সন থাকা সত্ত্বেও আপনি যখন আপনার প্রয়োজনীয় কাজ করতে যাবেন তখন দেখা যাবে যে সেগুলো প্রিমিয়ামে পাচ্ছেন। এই বিষয়টির কিছুটা হতাশা জনক। তাছাড়া অনেক সময়ই এর কি ওয়ার্ড নিয়ে নিশ্চয়তা থাকে না।
এখানে আমি তিনটি এসইও টুলসের নিয়ে আলোচনা করেছি। যাদের নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও রয়েছে সীমাবদ্ধতা। তাই আপনি আপনার ওয়েবসাইটের জন্যে আপনার কাঙ্খিত বা প্রয়োজনীয় টুলসটি ব্যবহারের পূর্বে যাচাই-বাছাই করে নিন।