সেপ্টেম্বর প্রতিযোগিতা (প্রথম) পুরস্কার নগদ ৫০০ টাকা
শুভ প্রভাতের মাসিক প্রতিযোগিতা পেজে আপনাদের স্বাগত। প্রতিমাসে আপনাদের জন্য থাকবে নতুন প্রতিযোগিতা যেখানে রয়েছে নগদ পুরস্কার জেতার সুযোগ। তাহলে দেরি কেন দেখে নিন শুভ প্রতিযোগিতার সম্পর্কে।

শুভ প্রভাতের সম্মানীয় লেখক-লেখিকাদের জন্য পুরস্কার জেতার সুযোগ।
প্রতিযোগিতার সময়ের মধ্যে সব থেকে বেশি দেখা (ভিউ হওয়া) লেখক/লেখিকা পাবেন নগদ পুরস্কার। (শর্ত নীচে দেওয়া আছে)
এই প্রতিযোগিতার বিজয়ীদের ঘোষণা এখানে হবে
বিজয়ী প্রতিযোগী
প্রতিযোগীর নাম
দ্বিতীয় স্থান |
তৃতীয় স্থান |
চতুর্থ স্থান |
![]() |
![]() |
![]() |
প্রতিযোগীর নাম | প্রতিযোগীর নাম | প্রতিযোগীর নাম |
সকল সম্মানীয় লেখক/লেখিকাদের শুভকামনা।
প্রতিযোগিতার নিয়ম ও শর্ত
- এই প্রতিযোগিতা নিউজ সেক্সান, ইংরাজি সেক্সানের জন্য প্রযোজ্য নয়। কেবল প্রধান সাইটের জন্য মান্য।
- প্রতিযোগিতা ২০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২১ পর্যন্ত।
- কেবল ২০ সেপ্টেম্বর তারিখ থেকে ১০ অক্টোবর তারিখের মধ্যে প্রকাশিত লেখার ভিউ গোনা হবে।
- শুভ প্রভাতের নিজস্য লেখক-লেখিকারা অংশগ্রহণ করতে পারবেন না।
- টোটাল যতগুলি লেখা প্রকাশিত হবে তার টোটাল ভিউ নেওয়া হবে।
- কপি বা আগে থেকে প্রকাশিত লেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
- ভুল অথবা ফেক ভিউ গোনা হবেনা।
- ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
- লেখা প্রকাশিত ২৪ ঘণ্টার মধ্যে হবে, আগে জমা হওয়া আগে প্রকাশিত হবে।
- বিজয়ী প্রতিযোগীর সঙ্গে পুরষ্কারের জন্য আমরা সরাসরি যোগাযোগ করব।
- প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ১৫ অক্টোবর তারিখে দেওয়া হবে।
- বিজয়ী প্রতিযোগীর নাম এই পেজে দেওয়া হবে।
লেখার নিয়মাবলি: এখানে দেখুন (আমদের ওয়েবসাইটের রেজিস্টার ইউজার দেখতে পারবেন)
সূচনা- আমাদের সিস্টেম আইপি চেক করে ভিউ গোনে, তাই ফেক ভিউ হলে প্রতিযোগিতার থেকে বাহিরে হতে পারে। প্রতিযোগিতা শুরুর তারিখের রাত্রি ১২ঃ০০ থেকে শেষ তারিখের রাত্রি ১২ঃ০০ পর্যন্ত। কর্তৃপক্ষের সিদ্ধ্যান্ত চূড়ান্ত ও আবশ্যক অনুসারে যে কন মুহূর্তে বিনা নোটিসে নিয়ম ও শর্তে পরিবর্তন হতে পারে।