Reddit: এটা কি ফেসবুক, টুইটারেরও অগ্রগামী? জেনে নিন

আপনারা কি সবাই Reddit মিডিয়া সম্বন্ধে আগে শুনেছেন? জানেন একে Front page of the internet বলা হয়? হয়তো বিশ্বাস হচ্ছেনা , না হওয়াটা স্বাভাবিক । বিস্তারিত জানতে পড়ুন আমাদের আজকের সম্পূর্ণ পোস্ট ।

Reddit: এটা কি ফেসবুক, টুইটারেরও অগ্রগামী? জেনে নিন
Reddit: এটা কি ফেসবুক, টুইটারেরও অগ্রগামী? জেনে নিন


আমরা সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা, মূলত ফেসবুক, টুইটার, বিভিন্ন অনলাইন নিউজ মিডিয়ায় নিজেদের সবসময় ব্যস্ত রাখি।


আমরা ধরেই নিয়েছি যে, যেকোনো খবর, কোনো ফানি পোস্ট, যেকোনো নতুন কার্যক্রমের বিষয়ে সবার আগে হয়তো ফেসবুক, ইন্সট্রাগ্রাম বা টুইটারেই পাওয়া যায়। কিন্তু বিষয়টি কি আসলেই এরকম? মোটেই না।


যদি আপনারা এমন ভেবে থাকেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টুইটার ছাড়াও এমন অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া বিশ্বে প্রচলিত রয়েছে, যেগুলো হয়তো আপনারা এখনো নামও না শুনে থাকতে পারেন। 


আজকে এমনি একটি সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে শেয়ার করবো। এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে Reddit। যদি আপনি একজন সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে হয়তো ব্যবহার না করলেও, এই এপ্লিকেশন এর নাম অবশ্যই শুনে থাকবেন।


আর বেশিরভাগ মানুষই এই এপ্লিকেশন এর নামই হয়তো শোনেননি ভালোভাবে। আর তাই, সবাইকে জানানোর জন্যই আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে।


আসুন জেনে নেয়া যাক, Reddit কি, এবং কেনোই বা Reddit আপনারা ব্যবহার করবেন। 


আরও পড়ুনঃ
৪-টি-প্রযুক্তি-ট্রিক্স-যা-আপনার-কম্পিউটার-ব্যাবহার-সহজ-করে-দেবে


Reddit আসলে কি? প্রাথমিক ধারণা

Reddit হচ্ছে একটি জনপ্রিয় ও প্রচলিত সোশ্যাল মিডিয়া, (মূলত এর চেয়েও বেশি কিছু), যেটাকে The Front Page to the Internet হিসাবে ট্যাগ করা হয়েছে।


অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ইন্টারনেটের প্রথম পাতা হিসাবেই Reddit কে মূল্যায়ন করা হয়েছে।


আপনারা হয়তো সবাই ভাবেন যে, নতুন ট্রেন্ড, মিমস, জোকসগুলো সব সবার আগে ইনস্ট্রাগ্রাম, ফেসবুক বা টুইটারে আসে। কিন্তু মোটেও এটা সত্য কথা নয়। বরং এসব কিছুই সবার আগে আসে Reddit মিডিয়াতে।


আর এই কারণেই, যারা এই এপ্লিকেশন ব্যবহার করেন, নতুন ইন্টারনেট ট্রেন্ড বা খবরাখবর সম্বন্ধে তারা বেশি ধারণা অর্জন করতে পারেন এবং দ্রুতও।


মূলত এই মিডিয়ায় নতুন সব খবর ছড়ানোর পরই, এখান থেকে নিউজগুলো বা মিমসগুলো ফেসবুক অথবা ইন্সট্রাগ্রামে ছাড়া হয়। আপনাদের এই কথা বিশ্বাস হচ্ছেনা তাইনা?


আপনারা হয়তো ভাবছেন তাহলে এখনি রেডিটে একটি একাউন্ট খুলবো, সুন্দর প্রোফাইল বানাবো, সেই একটা প্রোফাইল পিকচার দেবো। কিন্তু এখানে কোনো প্রোফাইল বানানোর সুযোগ নেই।


এমনকি এখানে আপনার ছবি ছাড়া, লাইক কমেন্ট করা, কোনো কিছুরই কোনো দরকার বা সুযোগ নেই। তাহলে হয়তো বলবেন, তাহলে এটা আবার কেমন সোশ্যাল মিডিয়া, যে এখানে কোনো কিছুই তো করা যায়না।


আপনার উত্তর হলো, এখানে এসব ব্যবস্থা না থাকলেও, রয়েছে সকল রকমের টপিক নিয়ে আলোচনা, মতামত ও গবেষণার জন্য রয়েছে আলাদা আলাদা ফোরাম।


আপনারা এখানে আপনার পছন্দের টপিক অনুযায়ী ফোরাম খুজে, সেখানে আপনার টপিক নিয়ে ইচ্ছামতো আলোচনা বা নিজেদের প্রশ্ন উত্তর করতে পারবেন। হয়তো এবার আপনাদের কিছুটা হলেও ভাল লাগছে, তাইনা?


Reddit মিডিয়ায়, সকল ধরনের টপিকের উপর ফোরাম রয়েছে এবং সর্বদা আপনি এখানে আপনার দরকারী বিষয়গুলোর উপর চর্চা করতে পারবেন।

প্রযুক্তি, সাহিত্য, জোকস, মিমস ছাড়াও, সকল ধরনের আজব ও নতুন টপিক এর জন্য এখানে ফোরাম খোলা আছে এবং রেগুলার ডিসকাশন এখানে চলতেই থাকে। আপনি হয়তো এখনো বিষয়টা উপলব্ধি করতে পারছেন না।


আমি বলি, ধরুন আপনার মাথায় খুব আজব একটা প্রশ্ন এসেছে যেটা কারও সাথে শেয়ার করতেও পারছেন না, সেটা আপনি এখানে শেয়ার করে আলোচনা করতে পারবেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাইনা?



SubReddit

SubReddit হচ্ছে Reddit এর অংশ, যেখানে বিভিন্ন টপিকের উপর থাকা সকল ফোরামগুলোকে সেন্ট্রালাইজ করে রাখা হয়। যেমন - ধরে নিন রেডিটে একটি টপিক রয়েছে, যার নাম হলো Sports Concern।


এখন এই টপিকের উপর যতো আলাদা আলাদা ফোরাম থাকবে, সেগুলো সবই একটি সাব রেডিটের আন্ডারে নিয়ন্ত্রিত হবে। আর সাব রেডিটের কাজই হচ্ছে, সকল ফোরামগুলোকে একত্রিত করা।


আপনার যেকোনো বিষয়ের যেকোনো প্রশ্ন আপনি এখানে করতে পারবেন, আপনাকে ঠিক আপনার প্রশ্ন অনুযায়ীই এখানে সবাই উত্তর দেবে।


আবার আপনার কাজ হবে এখানে অন্যদের একইভাবে প্রশ্নের উত্তর দেয়া। এভাবেই এখানে মতামত আদান প্রদান ও গবেষণা চলতে থাকে।


আপনি আপনার দরকারী ও পছন্দের টপিকগুলোর ফোরামে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এখানে কোনো নতুন আপডেট আসলেই আপনি লগইন করা মাত্রই নোটিফিকেশন পান।


কেউ নতুন প্রশ্ন করলে, বা আপনার প্রশ্নের কেউ কোনো রিপ্লাই দিলে, সবই আপনাকে নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হয় এখানে।


আপনি আপনার দরকারমতো যতোগুলো সাবরেডিটে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি এই সকল ফোরামের ব্যাপারে সকল আপডেট পেতে থাকবেন আর এখান থেকে আপনার দরকারী তথ্যগুলোও সংগ্রহ করতে পারবেন।


ধরুন আপনি এখানে জনপ্রিয় মিমস নিয়ে প্রশ্ন করলেন। তাহলে আপনাকে সবাই এখানে আপনার প্রশ্নের উত্তর দিয়ে সহায়তা করবে।


আপনি এখানে সাধারণ থেকে শুরু করে অত্যন্ত আজব টপিক নিয়েও আলোচনা করতে পারবেন। অর্থাৎ, কখনোই আপনি এখানে বোর বা বোকা বোধ করবেন না। তাহলে এবার বলুন, কেমন লাগছে?


আরও পড়ুনঃ
spotify-লঞ্চ-হচ্ছে-নতুন-করে-৮০-টি-দেশে, দেখুন কোন দেশগুলো থাছে তালিকায়



Upvote, Downvote এবং Karma

আমরা সবাই জানি, ফেসবুকে আমাদের প্রোফাইলে অনেক লাইক কমেন্ট থাকে, ফ্রেন্ড লিস্ট থাকে, ইনস্ট্রাগ্রামে থাকে অনেক ফলোয়ার। কিন্তু রেডিটে এসব কিছুই নেই, জাস্ট কিছুই না।


আপনি রেডিটে লাইকের পরিবর্তে পাবেন আপভোট এবং ডাউনভোট করার সুযোগ। যদি অন্য কারও প্রশ্ন বা উত্তর আপনার ভাল লাগে, তাহলে আপভোট দিতে পারবেন, আবার ভালো না লাগলে ডাউনভোট দিতে পারবেন।


এবার আসি Karma এর একটু আলোচনায়। আপনার কন্ট্রিবিউশন রেডিট কমিউনিটিতে কতটা শক্তিশালী, সেটাই বোঝা যায় Karma এর মাধ্যমে।


আপনি রেডিট ইউজারদের থেকে যতো বেশি আপভোট অর্জন করবেন, ততো বেশি Karma বাড়তে থাকবে। আর যতো ডাউনভোট পাবেন, ততই আপনার Karma কমতে থাকবে। এভাবেই রেডিটে Karma ব্যবহার করে কন্ট্রিবিউশন পরিমাপ করা হয়।


এখানে আপনারা পাবেন ২ ধরনের Karma এক্টিভিটি। একটি হচ্ছে পোস্ট Karma, যেটা রেডিটে করা পোস্টের আপভোট ও ডাউনভোট ব্যবহার করে পরিমাপ করা হয়।


আরেকটি হচ্ছে কমেন্ট Karma, যেটা একইভাবে কমেন্টের আপভোট, ডাউনভোট থেকে হিসাব করে, একটি অনুপাত বের করা হয়। এই অনুপাতগুলো একজন ব্যবহারকারীর প্রোফাইলে দেখানো হয়।


তবে কখনো এমন ভাববেন না যে, অনুপাত কম হলে আপনাকে রেডিট থেকে ব্যান করা হবে বা আপনি প্রশ্ন উত্তর করতে পারবেন না, শুধুমাত্র আপনার কন্ট্রিবিউশন পরিমাপের জন্যই এটা করা হয় তাছাড়া কিছু নয়।



আরও ফিচারসমূহ: 

রেডিটে আরও অনেক ফিচারসমূহ রয়েছে, যেগুলো আপনারা রেডিট ব্যবহার করলেই জানতে পারবেন। এখানে রেডিট এপ্লিকেশনের কয়েন, গিফটিং এবং চ্যাটিং অপশনও রয়েছে।


আপনি যে কার‍ও সাথে এখানে ব্যক্তিগতভাবে মেসেজেও কথা বলতে পারবেন। এছাড়াও, রেডিটের হোম পেজে সর্বদা নতুন নতুন ট্রেন্ড, মিমস, জোকস নিয়ে আগে আগে আলোচনা শুরু হয় এবং চলতেই থাকে।


আপনি চাইলে এই মিডিয়া ব্যবহার শুরু করে আপনার নিয়মিত বিষয়বলী জানার উৎস বাড়িয়ে নিতে পারেন।


আরও পড়ুনঃ
microsoft-launcher-অ্যান্ড্রয়েডের-এক-আশ্চর্য-এপ্লিকেশন



উপসংহার

সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো জনপ্রিয় মিডিয়া Reddit এর বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের পোস্ট।


আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও বন্ধু বান্ধব এবং আত্নীয়দের সাথে শেয়ার দিতে পারেন। 


এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে। খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!