লেখা একটি দায়িত্বপূর্ণ কাজ তাই এই দায়িত্ব সঠিক ভাবে পালন হয় সেই কারণেই আমাদের কিছু নিয়মের পালন করতে হবে। এই নিয়ম সকলের সুবিধার হিসাবে তৈরি করা হয়েছে যা আবশ্যক ভাবে সকলকে পালন করতে হবে।
শুভ প্রভাত পোর্টাল আপনারা নিজেদের মোবাইল বা যে কোন মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যে কোন মাধ্যমে আপনারা আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবেন। সঠিকভাবে সঞ্চালিত করার জন্য নিচের নিয়মাবলী অনুসরণ করা জরুরি।
লেখা জমা দেওয়ার বিষয়গুলিঃ
গ্রহণকারী বিষয়ঃ তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্য, গেজেট, লাইফস্টাইল, ফ্যাশন, ইতিহাস, সংস্কৃতি, ভ্রমণ, কাহানি ও গল্প (পর্ব বিহীন) (কেবল এই বিষয়গুলি সম্পর্কে লেখা নেওয়া হচ্ছে)
[নোটঃ বিনোদন, কুইজ, ভিডিও, অডিও বিষয়গুলি ইনকামের মধ্যে নেওয়া হয় না।]
নিষেধ বিষয়ঃ রাজনৈতিক, দৈনিক খবর, ধর্ম, মতামত, কবিতা (এই বিষয়গুলির লেখা বর্তমানে নেওয়া হচ্ছে না)।
আকাউন্ট বানানোর নিয়মাবলীঃ
নামঃ সঠিক নাম দিয়ে প্রোফাইল বানালে তবেই খবর অথবা লেখা প্রকাশিত হবে। নাম কেবল বাংলা বা ইংরেজি ভাষাতে দিতে হবে আর কোনো ছদ্দনাম, পেজের নাম, ইমেল ইত্যাদি ধরণের নাম রাখলে লেখা প্রকাশিত হবে না।
কাজের নিয়মাবলী
- লেখা সম্পূর্ণ আপনার নিজস্ব, এবং নিজের ভাষায় লেখা হতে হবে এবং লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত হতে হবে। অন্যান্য কোন জায়গা থেকে কপি করে দেবেন না, কপিরাইট ঝামেলা এবং খবর প্রকাশের ক্ষেত্রে এই কাজ বাধা সৃষ্টি করবে।
- লেখার ক্ষেত্রে ভুল তথ্য, অভদ্র, অশ্লীল, উস্কানিমূলক, কটূক্তি, গুজব, কারো ধর্মকে আঘাত করে এমন লেখা, সন্ত্রাসবাদ মুলক, যৌন মূলক ইত্যাদি ধরণের খবরা-খবর এবং লেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের লেখা কোনমতেই প্রকাশিত হবে না তাই সর্বদা এধরনের লেখা থেকে বিরত থাকবেন।
- লেখার মূলবিষয় পাঠকদের জন্য তুলে আনতে হবে যা পাঠকপ্রিয় ও উপভোগ্য হতে হবে। মূল বিষয়ের বাইরে যাওয়া যাবে না। প্রতিটি লেখা সরল ভাষায় এবং সঠিক বর্ণনার সাথে লিখবেন এর ফলে পাঠকদের সুবিধার্থে সাথে আপনার লেখক অথবা লেখিকা হিসাবে মান আরও বেড়ে উঠবে।
- আমাদের ওয়েবসাইট আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় তাই লেখার মান বজায় রাখবেন বানান ভুল, বাক্য এলোমেলো, অভদ্র ভাষা ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকবেন। সংবাদের শিরোনাম এবং আন্তরিক খবর যেন শিরোনামের অনুরূপ হয়।
- একটি লেখার মধ্যে সর্বনিম্ন ৮০০ শব্দ হতেই হবে। এছাড়া সর্বোচ্চ শব্দের কোন সীমা নেই। শব্দের সীমার সমতুল্য লেখা হলে তবেই তা প্রকাশ করা হবে অন্যথা ছোট লেখা রিজেক্ট করে দেওয়া হবে। নিষিদ্ধ বিষয়গুলির সম্পর্কে লিখে সময় নষ্ট করবেন না, কারণ এই লেখাগুলি তৎক্ষণাৎ ডিলিট করে দেওয়া হবে।
- রচনার মত লেখা থেকে বিরত থাকতে হবে। লেখা পয়েন্ট আকারে লিখতে হবে, প্রতিটি ভাগের একটা করে হেডলাইন দিতে হবে। দরকার অনুসারে লেখাতে তথ্যসূত্র দিতে হবে। কিছু লেখাতে (যেমন গল্প, উপন্যাস ইত্যাদি) পয়েন্ট দেওয়া যায় না সেই রকম লেখাতে পয়েন্ট না দিলেও হবে।
- আমাদের ওয়েবসাইটে জমা দেওয়া লেখা অন্যত্র কথাও (ডিজিটাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া) প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের ওয়েবসাইটে লেখা প্রকাশিত হবার পর সেই লেখা সম্পূর্ণভাবে আমাদের সম্পত্তি হিসাবে মান্য হবে যা অন্যত্র প্রকাশ করা যাবে না। আপনার লেখা প্রকাশ করা লিংক শেয়ার করতে সকলকে নিজের লেখার সাথে যোগ দিতে পারবেন।
- লেখা এপ্রুভ (মঁজুর করার) করার সমস্ত অধিকার কেবলমাত্র শুভ প্রভাত কর্তৃপক্ষের কাছে সুরক্ষিত। আমাদের চেষ্টা সর্বদা সকলের লেখা প্রকাশ করা যদি সেই লেখা আমাদের নিয়ম অনুসরণ করে। আমরা কেবল প্রকাশিত হওয়া লেখার ভিত্তিতে সম্মানী ও বেতন দিয়ে থাকি, অপ্রকাশিত লেখা জমা থাকলেও তা সম্মানী ও বেতন মান্য নয়।
- আপনার লেখা নির্বাচিত না হলে তা ডিলিট করে দেওয়া হয়। এই লেখা কোনো ভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে না। ঠিক সেই ভাবে আমাদের ওয়েবসাইটে আপনার দ্বারা প্রকাশ করা তথ্য অন্যত্র কোথাও প্রকাশ করা অপরাধ হিসাবে মান্য হবে। নিজের দায়িত্ব নিয়ে কোন বিষয়ে লিখবেন।
- নিজের ইনকাম বরাবর চালানোর জন্য প্রতিমাসে কমপক্ষে ২ টি লেখা প্রকাশিত করতেই হবে। যদি মাসে সর্বনিম্ন লেখা প্রকাশিত না হয় তাহলে ইনকাম অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
*নিয়মাবলী তে পরিবর্তন কর্তৃপক্ষ দ্বারা যে কোন সময়ে আবশ্যক হিসাবে হতে পারে।
লেখা জমা দেবার পদ্ধতিঃ
শুভ প্রভাত পোর্টালে লেখা জমা দেওয়া খুবই সরল। নীচে দেওয়া ধাপগুলি সঠিক ভাবে পালন করলে সহজভাবেই এই কাজ করে নিতে পারবেন।
আপনাদের সুবিধার জন্য আমরা বিস্তারিত গাইড বানিয়ে রেখেছি যা আপনাদের সাহায্য করবে। মোবাইল হোক বা কম্পিউটার সকলের জন্য গাইড দেওয়া আছে অনুসরণ করুন।
ইনকাম সম্পর্কিত তথ্যঃ
- আপনার প্রথম লেখা প্রকাশ করার সাথে সাথে অটোমেটিক প্রোফাইলে ইনকামের তথ্য দেখা শুরু হয়ে যাবে।
- শুভ প্রভাত ওয়েবসাইট সম্পূর্ণ অটোমেটিক ইনকাম সিস্টেমে কাজ করে। তাই আপনার ইনকামের সকল তথ্য আপনি আপনার প্রোফাইলের মধ্যে দেখতে পাবেন। আপনার কত ভিউ হয়েছে আর আপনি কত কামিয়েছেন তা সব আপনি দেখে নিতে পারবেন।
- আপনার লেখা যত বেশি দেখা হবে আপনার ইনকাম তত বেশি হবে। তাই নিজের প্রতিভা কে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর লেখা জমা দেবেন এবং সরল ভাবে লিখবেন যার ফলে বেশি মানুষ আপনার লেখা দেখবেন এবং পছন্দ করবেন।
- আপনার ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশাল নেটওয়ার্ক ওয়েবসাইটে লিংক সহ শেয়ার করতে পারেন (মনে রাখবেন, লিংক সহ শেয়ার না করলে ভিউ গোনা হবে না যার ফলে ইনকাম কমে যাবে)। যেহেতু সম্পূর্ণ অটোমেটিক ইনকাম সিস্টেম সেহেতু ভুল ভিউ (Fake View) অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং তা ইনকামের মধ্যে গোনা হবে না।
- সর্বনিম্ন 10$ ইনকাম করে নিলে তা নিজের আকাউন্টে নিয়ে নিতে পারবেন। Paypal, SWIFT (সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার) এবং IBAN (International Bank Account Number) এর দ্বারা নিজের টাকা গ্রহণ করতে পারবেন।
- পেমেন্ট তোলার জন্য আমরা কোনরকম মোবাইল ব্যাংকিং ব্যবহার করি না কারণ মোবাইল ব্যাংকিং আন্তর্জাতিক পেমেন্ট সাপোর্ট করে না। উপরে দেয়া পেমেন্ট সিস্টেমগুলি সম্পূর্ণ সুরক্ষিত এবং আন্তর্জাতিক পেমেন্ট এর জন্য সবথেকে সেরা মাধ্যম।
- IP ট্র্যাকের মাধ্যমে প্রতি ভিউ ট্র্যাক করা হয় তাই অযথা VPN ইত্যাদি ব্যাবহার করে ভিউ বাড়াবার চেষ্টা করবেন না। যদি এমন পাওয়া যায় তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে।
সহায়ক যোগাযোগঃ
সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে আমাদের সরাসরি মেসেজ করতে পারেন।